IX-X PAID

SLST স্পেশ্যাল মক টেস্ট – ৩

গত 17 Aug 2025 থেকে শুরু হয়েছে আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমাদের আজকের SLST স্পেশ্যাল মক টেস্ট – ৩ । আগামী ০৪-০৯-২০২৫ পর্যন্ত আমরা ক্রমাণ্বয়ে ১৫টি টেস্ট নিয়ে আসব। তবে প্রয়োজনে এই টেস্টের সংখ্যা বাড়ানোও হতে পারে।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ৩

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসব।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST-SP

slst বাংলা মক টেস্ট স্পেশ্যাল

Paid Mock Test - 3

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 03
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

Please Enter the provided Password

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

Category: পাঠ্যপুস্তক

1. 'মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা' - কোন্‌ কবিতার চরণ ?

2 / 60

Category: সাহিত্যের ইতিহাস

2. 'নির্মল গিরাটীকা' - টীকাকারের নাম কী ?

3 / 60

Category: পাঠ্যপুস্তক

3. 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে' - কথাটি কার ?

4 / 60

Category: ব্যাকরণ

4. জাঁহাপনা, ওকে ওঁর প্রাসাদে ফিরতে দিন - চিহ্নিত পদের কারক নির্ণয় করুন।

5 / 60

Category: সাহিত্যের ইতিহাস

5. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের লেখা বইটি হল -

6 / 60

Category: সাহিত্যের ইতিহাস

6. কবি ঘনরাম চক্রবর্তীর মাতার নাম কী ?

7 / 60

Category: ব্যাকরণ

7. In cold blood - বলতে কী বোঝায় ?

8 / 60

Category: পাঠ্যপুস্তক

8. 'তাঁহার শরীর ক্ষীণ শুষ্ক ও কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল' - কার কথা বলা হয়েছে ?

9 / 60

Category: ব্যাকরণ

9. 'বরণ' শব্দটির মূলে আছে -

10 / 60

Category: সাহিত্যের ইতিহাস

10. 'চণ্ডীনাটক' কার লেখা ?

11 / 60

Category: সাহিত্যের ইতিহাস

11. কুক্কুরী পা মোট কতগুলি চর্যা লিখেছেন ?

12 / 60

Category: সাহিত্যের ইতিহাস

12. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শেষ গল্পগ্রন্থের নাম কী ?

13 / 60

Category: পাঠ্যপুস্তক

13. উনিশ শতকে বারো আনায় যা করা যেত তা হল -

14 / 60

Category: ব্যাকরণ

14. কোন্‌ প্রকার বাচ্যের উদাহরণ - তুমি দেশের জন্য সব দিয়েছ।

15 / 60

Category: সাহিত্যের ইতিহাস

15. নিম্নোক্ত কোন গ্রন্থটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় ?

16 / 60

Category: পাঠ্যপুস্তক

16. 'কী দেখছেন ক্ষিতীশবাবু, বাঙালিদের ক্রীড়াচর্চা ?' - কথাটি কে বলেছিল ?

17 / 60

Category: ব্যাকরণ

17. 'তদ্ভব' শব্দটিতে 'ভব' কথার অর্থ কী ?

18 / 60

Category: সাহিত্যের ইতিহাস

18. কোন্‌ গ্রন্থের জন্য লীলা মজুমদার রবীন্দ্র পুরস্কার পান ?

19 / 60

Category: সাহিত্যের ইতিহাস

19. সাহিত্য তত্ত্ব নিয়ে রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধের নাম কী?

20 / 60

Category: ব্যাকরণ

20. কোন্‌ শ্রেণির শব্দ - জগৎ

21 / 60

Category: ব্যাকরণ

21. কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ - নাঙ্গল ?

22 / 60

Category: ব্যাকরণ

22. পদান্তর করুন - দেব

23 / 60

Category: ব্যাকরণ

23. সন্ধিবিচ্ছেদ করুন - পতঙ্গ

24 / 60

Category: পাঠ্যপুস্তক

24. 'এবারের মতো মাপ করে দিন ওদের' - কাদের 'মাপ' করার আবেদন করা হয়েছে ?

25 / 60

Category: সাহিত্যের ইতিহাস

25. কার লেখা - সত্যবতী ট্রিলজি ?

26 / 60

Category: সাহিত্যের ইতিহাস

26. কার কাব্য 'জগাতিমঙ্গল' নামেও পরিচিত ?

27 / 60

Category: সাহিত্যের ইতিহাস

27. বঙ্কিমচন্দ্রকে কে 'সব্যসাচী' বলেছেন ?

28 / 60

Category: পাঠ্যপুস্তক

28. রাবণের যুদ্ধসজ্জার বর্ণণায় নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?

29 / 60

Category: সাহিত্যের ইতিহাস

29. সমরেশ বসু রচিত প্রথম উপন্যাসের নাম কী ?

30 / 60

Category: ব্যাকরণ

30. বাংলা শব্দভান্ডারের কোন্‌ শব্দগুলি 'প্রাকৃতজ শব্দ' নামে পরিচিত ?

31 / 60

Category: সাহিত্যের ইতিহাস

31. কাশীরাম দাস তাঁর মহাভারতের কোন্‌ পর্বটি সম্পূর্ণ করতে পারেননি ?

32 / 60

Category: পাঠ্যপুস্তক

32. 'হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড' - কথাটি কার ?

33 / 60

Category: ব্যাকরণ

33. সন্ধিবিচ্ছেদ করুন - সংস্কৃতি

34 / 60

Category: অনুবাদ-অনুষঙ্গ

34. 'পদ্মপ্রাভৃতক' - কী ?

35 / 60

Category: ব্যাকরণ

35. 'অষ্টাধ্যায়ী' গ্রন্থের প্রথম অধ্যায়ের কোন সূত্রে কারকের কথা বলা হয়েছে ?

36 / 60

Category: পাঠ্যপুস্তক

36. মালিশওলা তার কোন অঙ্গ পিস্টনের মতো বিষ্টুর মেরুদন্ডে চালনা করেছিল ?

37 / 60

Category: পাঠ্যপুস্তক

37. 'একে উসখুস দুয়ে পাঠ, তিনে গণ্ডগোল চারে হাট' - কোন্‌ রচনার অংশ ?

38 / 60

Category: পাঠ্যপুস্তক

38. 'আলোবাবু' গল্পটি কোন্‌ গল্পগ্রন্থের অন্তর্গত ?

39 / 60

Category: ব্যাকরণ

39. একটি অল্পপ্রাণ ব্যঞ্জন হল -

40 / 60

Category: ব্যাকরণ

40. 'কত্তা, এই ভরা জঙ্গলে আর কদ্দুর যাবে ?' - বাক্যটিতে কয়টি শব্দে সমীভবন ঘটেছে ?

41 / 60

Category: পাঠ্যপুস্তক

41. কাউন্টারে দাঁড়িয়ে পিতলের টোকেনটা ঠুকঠুক করছিল যে, তার বয়স ছিল -

42 / 60

Category: ব্যাকরণ

42. ধ্বনি পরিবর্তনের ধারায় অপিনিহিতির পরবর্তী পর্যায়টি হল -

43 / 60

Category: সাহিত্যের ইতিহাস

43. সুভাষ মুখোপাধ্যায় কোন্‌ বছর 'গাথা সপ্তশতী' অনুবাদ করেন ?

44 / 60

Category: সাহিত্যের ইতিহাস

44. 'গৃহদাহ' উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন্‌ পত্রিকায় ছাপা হয় ?

45 / 60

Category: ব্যাকরণ

45. কোন্‌ শ্রেণির সমাস - চন্দ্রশেখর ?

46 / 60

Category: ব্যাকরণ

46. প্রতিদিন সন্ধ্যায় তাসের আসর বসে। - চিহ্নিত পদের কারক নির্ণয় করুন।

47 / 60

Category: ব্যাকরণ

47. নিহিত স্বর কোন্‌টিকে বলে ?

48 / 60

Category: ব্যাকরণ

48. যুক্তব্যঞ্জন 'হ্ন' গঠিত হয়েছে যে দুটি ব্যঞ্জন দ্বারা -

49 / 60

Category: সাহিত্যের ইতিহাস

49. জগদীশচন্দ্র বসুর আবির্ভাবকাল হল -

50 / 60

Category: ব্যাকরণ

50. 'বাক্য হইল পদসমষ্টি' - বক্তা কে ?

51 / 60

Category: পাঠ্যপুস্তক

51. দিনেমারেরা শ্রীরামপুর নগর স্থাপন করে কোন্‌ বছর ?

52 / 60

Category: পাঠ্যপুস্তক

52. কোনটি 'সাত ভাই চম্পা' কবিতার সঠিক চরণ ?

53 / 60

Category: সাহিত্যের ইতিহাস

53. সুচরিতা ও ললিতা - চরিত্র দুটি কোন্‌ উপন্যাসের ?

54 / 60

Category: সাহিত্যের ইতিহাস

54. 'নভেলেট' জাতীয় রচনাটি হল -

55 / 60

Category: সাহিত্যের ইতিহাস

55. 'হরি গেও মধুপুর হাম কুলবালা' - পদটির রচয়িতার নাম কী ?

56 / 60

Category: সাহিত্যের ইতিহাস

56. গিরিশচন্দ্র ঘোষের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কী ?

57 / 60

Category: সাহিত্যের ইতিহাস

57. বিদ্যাপতির লেখা 'বিভাগসার' গ্রন্থের শ্লোক সংখ্যা কতগুলি ?

58 / 60

Category: অনুবাদ-অনুষঙ্গ

58. পাবলো নেরুদা কোন্‌ দেশের কবি ?

59 / 60

Category: ব্যাকরণ

59. ঘরশত্রু বিভীষণ অর্থে নীচের কোন ইংরেজি বাগধারা ব্যবহৃত হয় ?

60 / 60

Category: ব্যাকরণ

60. প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন - নৈয়ায়িক

Your score is

Share the mock test for your friends

Facebook
0%

There are no results yet.

পূর্বের মক টেস্ট লিংক পেতে ক্লিক করুন।