IX-X PAID

SLST স্পেশ্যাল মক টেস্ট – ২

গতকাল থেকে শুরু হয়েছে আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমাদের আজ দ্বিতীয় মক টেস্ট – SLST স্পেশ্যাল মক টেস্ট – ২ । আগামী ০৪-০৯-২০২৫ পর্যন্ত আমরা ক্রমাণ্বয়ে ১৫টি টেস্ট নিয়ে আসব। তবে প্রয়োজনে এই টেস্টের সংখ্যা বাড়ানোও হতে পারে।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ২

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসব।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created on By SLST BANGLA

SLST-SP

slst বাংলা স্পেশ্যাল মক টেস্ট ২

Paid Mock Test - 2

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 02
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

Please Enter the provided Password

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

Category: সাহিত্যের ইতিহাস

1. প্রমথ চৌধুরীর লেখা প্রথম প্রবন্ধটি কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয় ?

2 / 60

Category: ব্যাকরণ

2. 'নারীশ্বর' শব্দে কোন্‌ দুটি বর্ণের মিলন হয়েছে ?

3 / 60

Category: ব্যাকরণ

3. 'স্বরভক্তি' শব্দে 'ভক্তি' কথাটির অর্থ কী ?

4 / 60

Category: ব্যাকরণ

4. 'অনুসর্গ'কে অন্য কোন্‌ নামে চেনা যায় ?

5 / 60

Category: ব্যাকরণ

5. সদাই ধেয়ানে চাহে মেঘপানে - চিহ্নিত শব্দে কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তন ঘটেছে ?

6 / 60

Category: ব্যাকরণ

6. 'কবি জীবনানন্দ দাশ বনলতা সেন লিখেছিলেন।' - ক্রিয়ার কাল নির্দেশ করুন।

7 / 60

Category: পাঠ্যপুস্তক

7. 'দোহারা ছিপছিপে একটি বছর ষোলো-সতেরোর ছেলে' - ছেলেটি কে ?

8 / 60

Category: পাঠ্যপুস্তক

8. 'চন্দ্রনাথ' গল্পের বক্তার নাম কী ?

9 / 60

Category: ব্যাকরণ

9. "আকুমারং যশঃ পাণিনেঃ" কথাগুলি কার ?

10 / 60

Category: পাঠ্যপুস্তক

10. 'মন্বন্তরে মরিনি আমরা ------ নিয়ে ঘর করি' - শূন্যস্থান পূরণ কর।

11 / 60

Category: সাহিত্যের ইতিহাস

11. 'সন্ধ্যাভাষা' নামটি কার দেওয়া ?

12 / 60

Category: ব্যাকরণ

12. কোন্‌ স্বরের -কার চিহ্ন নেই ?

13 / 60

Category: ব্যাকরণ

13. 'খ্যাতি' শব্দের প্রকৃতিটি কী ?

14 / 60

Category: পাঠ্যপুস্তক

14. পারি-ফ্যাশানের পোশাক পরিহিতা মহিলাটি কে ?

15 / 60

Category: ব্যাকরণ

15. প্রতিদিন সন্ধ্যায় তাসের আসর বসে। - চিহ্নিত পদের কারক নির্ণয় করুন।

16 / 60

Category: ব্যাকরণ

16. বাউল - কোন্‌ বর্গের শব্দ ?

17 / 60

Category: সাহিত্যের ইতিহাস

17. বিহারীলাল চক্রবর্তীর 'স্বপ্নদর্শন' কোন্‌ ধরনের গ্রন্থ ?

18 / 60

Category: অনুবাদ-অনুষঙ্গ

18. কে ভানুভক্তের রামায়ণ হিন্দিতে অনুবাদ করেন ?

19 / 60

Category: অনুবাদ-অনুষঙ্গ

19. কাউন্ট লিও টলষ্টয় - 'কাউণ্ট' শব্দের অর্থ কী ?

20 / 60

Category: সাহিত্যের ইতিহাস

20. কৃষ্ণদাস কবিরাজের 'চৈতন্যচরিতামৃত' গ্রন্থের মোট পরিচ্ছেদ সংখ্যা কয়টি ?

21 / 60

Category: সাহিত্যের ইতিহাস

21. গোকুলানন্দ সেন বিদ্যাপতির কতগুলি পদ সঙ্কলিত করেন ?

22 / 60

Category: সাহিত্যের ইতিহাস

22. বড়ু চণ্ডীদাসের কাব্যটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ কোন্‌ নামে প্রকাশ করেন ?

23 / 60

Category: সাহিত্যের ইতিহাস

23. 'বাংলার গ্যারিক' নামে কে পরিচিত ?

24 / 60

Category: পাঠ্যপুস্তক

24. 'নব নব সৃষ্টি' প্রবন্ধের মূলনাম টি কী ?

25 / 60

Category: সাহিত্যের ইতিহাস

25. চণ্ডীদাসের উদ্দেশ্যে লেখা গোবিন্দদাসের মোট পদের সংখ্যা কয়টি ?

26 / 60

Category: ব্যাকরণ

26. 'দৃশ্‌' ধাতুর সঙ্গে কোন্‌ প্রত্যয় যোগ করলে 'দৃশ্য' শব্দটি পাওয়া যায় ?

27 / 60

Category: পাঠ্যপুস্তক

27. 'অত্যন্ত গভীর জলাশয়ের মতো কী যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না' - উৎস নির্দেশ কর।

28 / 60

Category: ব্যাকরণ

28. নৌকো - শব্দটিতে কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে ?

29 / 60

Category: সাহিত্যের ইতিহাস

29. 'জয়দেব বসন্ত, বিদ্যাপতি বর্ষা' - কথাটি কার ?

30 / 60

Category: ব্যাকরণ

30. উপসর্গ-জাত শব্দ 'প্রতিবিম্ব' কোন্‌ অর্থ বহন করে ?

31 / 60

Category: ব্যাকরণ

31. '------- + ইমন্‌ = দ্রাঘিমা' - শূন্যস্থানে সঠিক প্রকৃতি নির্বাচন কর।

32 / 60

Category: পাঠ্যপুস্তক

32. 'মনে হল যেন পুজো করছেন' - কার কথা বলা হয়েছে ?

33 / 60

Category: ব্যাকরণ

33. কোন্‌ বর্গের শব্দ - কেশর ?

34 / 60

Category: সাহিত্যের ইতিহাস

34. 'বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরূপিলা' - শ্লোক অনুসারে কাব্যরচনাকালটি হল -

35 / 60

Category: অনুবাদ-অনুষঙ্গ

35. বিশ্বসাহিত্যে সব থেকে ছোটো গল্পের স্রষ্টা কে ?

36 / 60

Category: সাহিত্যের ইতিহাস

36. বিদ্যাসাগরের লেখা 'জীবনচরিত' কার গ্রন্থের অনুবাদ ?

37 / 60

Category: সাহিত্যের ইতিহাস

37. বিনয় ঘোষ কোন্‌ গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান ?

38 / 60

Category: সাহিত্যের ইতিহাস

38. শ্রীবিপ্রতীপ গুপ্ত - কার ছদ্মনাম ?

39 / 60

Category: সাহিত্যের ইতিহাস

39. বনফুলের লেখা সর্ববৃহৎ উপন্যাসটির নাম কী ?

40 / 60

Category: সাহিত্যের ইতিহাস

40. 'পদ্মাপুরাণে'র কবি হলেন -

41 / 60

Category: ব্যাকরণ

41. ড়্‌ - কোন্‌ প্রকার ধ্বনির উদাহরণ ?

42 / 60

Category: ব্যাকরণ

42. অন্ধজনে দেহ আলো, খাদ্য, বাসস্থান - চিহ্নিত পদটি কোন্‌ প্রকার কারক ?

43 / 60

Category: সাহিত্যের ইতিহাস

43. শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী ?

44 / 60

Category: পাঠ্যপুস্তক

44. কার দাপটে মাদারহাটি থরথর কাঁপে ?

45 / 60

Category: পাঠ্যপুস্তক

45. কোন্‌ গ্রন্থে 'আর্যভক্তে'র উল্লেখ আছে ?

46 / 60

Category: ব্যাকরণ

46. সমানাধিকরণ বহুব্রীহি সমাসের পূর্বপদটি হয় -

47 / 60

Category: সাহিত্যের ইতিহাস

47. মাইকেল মধুসূদনের অসম্পূর্ণ নাটকটি হল -

48 / 60

Category: ব্যাকরণ

48. রূঢ় শব্দের উদাহরণ হল -

49 / 60

Category: সাহিত্যের ইতিহাস

49. 'হাজার চুরাশির মা' ইংরেজিতে কী নামে অনূদিত হয় ?

50 / 60

Category: পাঠ্যপুস্তক

50. 'কর্ভাস' রচনাটির প্রকাশকাল হল -

51 / 60

Category: সাহিত্যের ইতিহাস

51. কবিরঞ্জন -- কার উপাধি ?

52 / 60

Category: পাঠ্যপুস্তক

52. হিরণ্ময়ী দেবী কোন্‌ বছর 'ভারতী'র সম্পাদনা করেছেন ?

53 / 60

Category: পাঠ্যপুস্তক

53. 'ভেবেছিলে -------- ভেঙে গেছে তার শিরদাঁড়া' - শূন্যস্থানে সঠিক বিকল্প বেছে নিন।

54 / 60

Category: পাঠ্যপুস্তক

54. 'মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন' - বক্তা কে ?

55 / 60

Category: পাঠ্যপুস্তক

55. নীচের কোনটি 'জন্মভূমি আজ' কবিতার সঠিক চরণ ?

56 / 60

Category: সাহিত্যের ইতিহাস

56. 'তোহ্‌ফা' - কোন্‌ ধরনের কাব্য ?

57 / 60

Category: সাহিত্যের ইতিহাস

57. বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস হল -

58 / 60

Category: ব্যাকরণ

58. পদান্তর কর - 'বাহ্য'

59 / 60

Category: ব্যাকরণ

59. 'হাতটান' বাগধারাটির ব্যঞ্জিত অর্থ কী ?

60 / 60

Category: ব্যাকরণ

60. সন্ধিবিচ্ছেদ করুন - পর্যবেক্ষণ

Your score is

Share the mock test on facebook

Facebook
0%

There are no results yet.

Pos.NameScorePointsDuration
There is no data yet