IX-X PAIDXI-XII

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৭

গত 17 Aug 2025 থেকে শুরু হয়েছিল আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমরা নিয়ে এলাম একাদশ-দ্বাদশের স্পেশ্যাল মক টেস্ট SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৭ । আশা করি, পূর্বে হয়ে যাওয়া নবম-দশমের ১৫টি মক টেস্ট পরীক্ষার্থীদের নানাভাবে সাহায্য করেছে। আজকের মক টেস্টটিও যারা একাদশ দ্বাদশের পরীক্ষা দেবেন তাদের প্রস্তুতি যাচাইয়ে সহায়ক হবে আশা করা যায়।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৭

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST-SP

slst বাংলা স্পেশ্যাল মক টেস্ট ১৭

Paid Mock Test - 17

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 17
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

1. জাহাজ রেড সী পার হল কত তারিখে ?

2 / 60

2. 'শরীরে যদি রক্ত থাকে, তাহলে সে রক্তে মিশে আছে ------।" - শূন্যস্থান পূরণ করুন।

3 / 60

3. দিনেমারেরা শ্রীরামপুর নগর স্থাপন করে কোন্‌ বছর ?

4 / 60

4. আমাদের দেশে আড্ডা জমায় -

5 / 60

5. নীলধ্বজ কোথাকার অধীশ্বর ছিলেন ?

6 / 60

6. 'তারা বুঝি টানে দাঁড়' - কোথায় দাঁড় টানার কথা বলা হয়েছে ?

7 / 60

7. পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও কোন্‌ বিষয়ের শিক্ষক ছিলেন ?

8 / 60

8. 'পৌষ ফাগুনের পালা' - কার লেখা উপন্যাস ?

9 / 60

9. কার লেখা নাটক - 'জীবনটাই নাটক' ?

10 / 60

10. ব্যাসবাক্য কর - ত্রয়োদশ।

11 / 60

11. 'তোমার গল্প তো দিব্যি হয়েছে' – বক্তা কে ?

12 / 60

12. বিপ্রদাস পিপলাইয়ের কাব্যটির নাম কী ?

13 / 60

13. সমিতি - কোন্‌ প্রকার বিশেষ্যের উদাহরণ ?

14 / 60

14. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার কাছে ন্যায়শাস্ত্রের শিক্ষা গ্রহণ করেন ?

15 / 60

15. মাংস রান্নায় ভারত কোন্‌ দেশকে অধিক অনুকরণ করেছে ?

16 / 60

16. কোন্‌ কবির শৈশবের নাম - গুঁইয়া ?

17 / 60

17. পাবলো নেরুদা কোন বছর সাহিত্যে নোবেল পুরষ্কার পান ?

18 / 60

18. গোনসাগার পুরো নাম কী ?

19 / 60

19. রামচন্দ্র দাস - কার ছদ্মনাম ?

20 / 60

20. মণিহারি ঘাট যেতে হলে কীসে করে যেতে হবে ?

21 / 60

21. প্রকাশকাল নির্বাচন করুন - 'পাণ্ডবগৌরব'।

22 / 60

22. রবীন্দ্রনাথ কার অনুরোধে 'মায়ার খেলা' রচনা করেন ?

23 / 60

23. ফ্রাঁসোয়ার বয়স কত ?

24 / 60

24. কার লেখা গ্রন্থ - 'ভারতীয় ফৌজের ইতিহাস' ?

25 / 60

25. সন্ধিবিচ্ছেদ করুন - চতুষ্টয়

26 / 60

26. কবিগানের জনক কাকে বলা হয় ?

27 / 60

27. 'ব্রহ্মময়ী ভেষজালয়' কে স্থাপন করেন ?

28 / 60

28. 'চিনতে পারে না তাকে তাহার ভাস্করও' - কোন্‌ কবিতার চরণ ?

29 / 60

29. 'ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা' - কার রচনা ?

30 / 60

30. 'Dadi Budha' কার লেখা উপন্যাস ?

31 / 60

31. আর্গাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে শুরু করেছে ?

32 / 60

32. 'ইন্দু বিন্দু ------ ধাতা শক নিয়োজিত।
দ্বিজ মাধব গায় সারদা চরিত।।' -- শূন্যস্থানে সঠিক বিকল্প বেছে নিন।

33 / 60

33. 'ঘর' অমিয় চক্রবর্তীর কোন কাব্যের একটি কবিতা ?

34 / 60

34. রাঢ় বাংলায় শীতের সময় বৃষ্টি হলে 'ছোটোলোকে' যা বলে -

35 / 60

35. 'বাইশ কবি মনসামঙ্গল' কোথা থেকে প্রকাশিত হয় ?

36 / 60

36. ২৪ পালায় সম্পূর্ণ রূপরামের ধর্মমঙ্গল কাব্যের প্রকাশক কে ?

37 / 60

37. হরপ্রসাদ রায় বিদ্যাপতির যে গ্রন্থ অনুবাদ করেন -

38 / 60

38. মহিলা সম্পাদিত প্রথম সাময়িক পত্রিকাটির নাম কী ?

39 / 60

39. 'গগনে অব ঘন মেঘ দারুণ' - 'অভিসারের এই পদটি কার লেখা ?

40 / 60

40. সনেটের উদ্ভব যে দেশে -

41 / 60

41. জুলিয়াস সিজার কাকে আঘাত করেছিলেন ?

42 / 60

42. 'জারি' শব্দের অর্থ কী ?

43 / 60

43. 'ওয়েষ্ট উইণ্ড' কার লেখা একটি ওড ?

44 / 60

44. জগদানন্দ রায় রচিত একটি গ্রন্থের নাম হল -

45 / 60

45. পদ্মজালি - কী ?

46 / 60

46. 'ওসব হল সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা।' কোনগুলিকে বঞ্চনা বলা হয়েছে ?

47 / 60

47. 'বিভাব' নাটকে উল্লেখিত রুশদেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালকের নামটি কী ?

48 / 60

48. 'বঙ্গদূত' - পত্রিকাটির সম্পাদক কে ?

49 / 60

49. যামিনী রায় কোন্‌ বছর 'পদ্মবিভুষণ' সম্মান লাভ করেন ?

50 / 60

50. প্রমথ চৌধুরী কাকে নিজের ‘দার্শনিক গুরু’ মানতেন ?

51 / 60

51. 'গরুড়' চিত্রটি কার আঁকা ?

52 / 60

52. কেউ-কেউ - কোন্‌ ধরনের সর্বনাম ?

53 / 60

53. কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ - সুরজ ?

54 / 60

54. ফিরোজা বেগম কোন্‌ গানের প্রখ্যাত একজন শিল্পী ?

55 / 60

55. রবীন্দ্রনাথের কোন্‌ প্রবন্ধটি আসলে কলকাতার রামমোহন লাইব্রেরিতে পঠিত হয়েছিল ?

56 / 60

56. 'বিন্দুর ছেলে' গল্পগ্রন্থের একটি গল্প হল -

57 / 60

57. 'বাজাও পাঞ্চজন্য শাঁখ' - পাঞ্চজন্য কার শাঁখ ?

58 / 60

58. সত্যেন্দ্রনাথ দত্তের 'রঙ্গমল্লী' কোন্‌ শ্রেণির রচনা ?

59 / 60

59. লেখক ফরাসি সহজিয়া কবি প্রসঙ্গে কোন প্রতিশব্দের ব্যবহার করেছেন ?

60 / 60

60. 'পৃথিবীতে এমন বালাই আর নাই' - কীসের বালাইয়ের কথা বলা হয়েছে ?

Your score is

0%

There are no results yet.