IX-X PAID

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৬

গত 17 Aug 2025 থেকে শুরু হয়েছিল আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমাদের আজ শেষতম পরীক্ষা – আজকের SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৬ আসলে পূর্বে হয়ে যাওয়া ১৫টি মক টেস্ট থেকে নির্বাচিত প্রশ্নের রিভিসন টেস্ট। আশা করি, আমাদের নেওয়া ১৫টি মক টেস্ট পরীক্ষার্থীদের নানাভাবে সাহায্য করেছে। আমরা মোট ৯০০ প্রশ্ন পরীক্ষার্থীদের জন্য উপস্থাপন করেছি। আজ অতিরিক্ত রকটি টেস্ট।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৬

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST-SP

slst বাংলা মক টেস্ট ১৬

Paid Mock Test - 16 (Revision)

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 16
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

1. 'পড়াশুনার উদ্দেশ্য সফল করতে হলে --ঘণ্টার উপর নয়, একাগ্রতার উপর নির্ভর করতে হয়।' - কোন্‌ রচনার উদ্ধৃতি ?

2 / 60

2. 'স্বরভক্তি' শব্দে 'ভক্তি' কথাটির অর্থ কী ?

3 / 60

3. প্রকাশকাল নির্দেশ কর - হাজার চুরাশির মা

4 / 60

4. 'Wine and Olive Oil Area' কোন্‌ অঞ্চলকে বোঝানো হয়েছে ?

5 / 60

5. কোন্‌ প্রকার বাচ্যের উদাহরণ - তুমি দেশের জন্য সব দিয়েছ।

6 / 60

6. পারি-ফ্যাশানের পোশাক পরিহিতা মহিলাটি কে ?

7 / 60

7. ভূমধ্যসাগরের সেরা বন্দরটি হল -

8 / 60

8. কোন্‌ গ্রন্থের জন্য সমরেশ বসু সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?

9 / 60

9. নেতাজী সুভাষের জয় হোক - কর্তৃবাচ্যে রূপান্তরিত করুন।

10 / 60

10. রাধাকমল মুখোপাধ্যায়ের প্রতিবাদে লেখা প্রমথ চৌধুরীর প্রবন্ধটি হল -

11 / 60

11. কোন্‌ কবি নিজের আত্মপরিচয়ে লিখেছেন - 'সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত' ?

12 / 60

12. ও কথায় যে ভুলবে সে ছেলে নয় - কোন্‌ শ্রেণির বাক্য ?

13 / 60

13. যতীন্দ্রনাথ সেনগুপ্ত 'বিপ্রতীপ গুপ্ত' নামে কোন্‌ পত্রিকায় লিখেছেন ?

14 / 60

14. 'আলপনা' রচনায় লেখক গীতিকা সাহিত্যের কোন্‌ কাহিনীর উল্লেখ করেছেন ?

15 / 60

15. কোন্‌ শ্রেণির সমাস - 'গাঁটকাটা' ?

16 / 60

16. উৎস নির্দেশ করুন - "যখন-তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী"।

17 / 60

17. চর্যার পুঁথি প্রথম আবিষ্কৃত হয় কোন্‌ বছর ?

18 / 60

18. বড়ু চণ্ডীদাসের কাব্যটি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ কোন্‌ নামে প্রকাশ করেন ?

19 / 60

19. প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন - পালক

20 / 60

20. 'শামুক' কবিতার অনুবাদক কে ?

21 / 60

21. গাদা - শব্দে কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে ?

22 / 60

22. 'লঙ্কেশ্বর' শব্দে কোন্‌ দুটি বর্ণের মিলন ঘটেছে ?

23 / 60

23. কোন্‌ পত্রিকায় রামপ্রসাদ সেনের 'কৃষ্ণকীর্তন' সর্বপ্রথম প্রকাশিত হয় ?

24 / 60

24. 'হরি গেও মধুপুর হাম কুলবালা' - পদটির রচয়িতার নাম কী ?

25 / 60

25. পদান্তর করুন - দেব

26 / 60

26. ঞ্চ - যুক্তব্যঞ্জনটি কোন্‌ কোন্‌ ব্যঞ্জনের সংযোগে গঠিত ?

27 / 60

27. প্রকাশকাল অনুসারে সাজাও - (i) ধাত্রীদেবতা (ii) দিবারাত্রির কাব্য (iii) ইছামতী (iv) কবি

28 / 60

28. টি. এস এলিয়ট কোন্‌ বছর নোবেল পুরস্কার পান ?

29 / 60

29. কোন্‌ বর্গের শব্দ - পৈঠা ?

30 / 60

30. আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

31 / 60

31. মতির গাওয়া ফটিকচাঁদের গানে কোন্‌ মাসের উল্লেখ আছে ?

32 / 60

32. স্তন্‌ভ্‌ + ণিচ + ক্ত = ? প্রকৃতি-প্রত্যয়জাত শব্দটি নির্বাচন করুন।

33 / 60

33. 'ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই' - কে, কাকে এই কথা বলেছে ?

34 / 60

34. 'হিন্দি সাহিত্যের উপন্যাস সম্রাট' কাকে বলা হয় ?

35 / 60

35. মহাশ্বেতা দেবীর প্রকাশিত প্রথম গল্পগ্রন্থটির নাম কী ?

36 / 60

36. 'এবারের মতো মাপ করে দিন ওদের' - কাদের 'মাপ' করার আবেদন করা হয়েছে ?

37 / 60

37. 'গগন আঁকিল' - লেখকের বর্ণনায় গগন সর্বপ্রথম যেটি এঁকেছিল তা হল -

38 / 60

38. অর্থ লিখুন - দেহ রাখা।

39 / 60

39. অরিন্দম বসুর উচ্চতা কত ?

40 / 60

40. 'মালিনী' নাটকের উপাখ্যান কার লেখা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

41 / 60

41. 'হিমালয় দর্শন' রচনাটি কোন্‌ বছর পত্রিকায় প্রকাশিত হয় ?

42 / 60

42. বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস হল -

43 / 60

43. কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

44 / 60

44. দেবেন্দ্রনাথ বসু গিরিশচন্দ্রের কোন্‌ নাটকটি সমাপ্ত করেন ?

45 / 60

45. শ্বাপদ - কোন্‌ প্রকার সমাসবদ্ধ পদ ?

46 / 60

46. 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটির রচয়িতা কে ?

47 / 60

47. কোন্‌ পত্রিকায় রাজশেখর বসুর সাহিত্য জীবনের সূত্রপাত হয় ?

48 / 60

48. 'যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন' - কী দেখে এই মন্তব্য করা হয়েছে ?

49 / 60

49. 'ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়' - 'ওটা' বলতে কোন্‌ বিষয়কে বোঝানো হয়েছে ?

50 / 60

50. কার সম্পাদনাকালে 'পথের পাঁচালী' 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয় ?

51 / 60

51. সঠিক বাংলা অর্থ নির্বাচন করুন - Safe bind, safe find

52 / 60

52. 'তিনি তাঁর দপ্তরের নৌকো, লঞ্চ, সব নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ছোটাছুটিতে' - কোন্‌ দপ্তরের কথা বলা হয়েছে ?

53 / 60

53. 'মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে।' - কোন্‌ রচনার উদ্ধৃতি ?

54 / 60

54. 'লোরচন্দ্রানী' কাব্যটি লেখা হয়েছিল কার পৃষ্ঠপোষকতায় ?

55 / 60

55. যাহা-তাহা - কোন্‌ প্রকার সর্বনাম ?

56 / 60

56. 'সহজ' - কোন্‌ শ্রেণির শব্দ ?

57 / 60

57. রূঢ় শব্দের উদাহরণ হল -

58 / 60

58. ষণ্ণবতিতম বলতে কোন্‌ সংখ্যাটিকে বোঝায় ?

59 / 60

59. 'জিজ্ঞাসিলা ------- বিস্ময় মানিয়া' - শূন্যস্থান পূরণ করুন।

60 / 60

60. 'অনুসর্গ'কে অন্য কোন্‌ নামে চেনা যায় ?

Your score is

Share your result on facebook

Facebook
0%

There are no results yet.

পূর্বের মক টেস্ট লিংক পেতে ক্লিক করুন।

Pos.NameScorePointsDuration
There is no data yet