IX-X PAID

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৫

গত 17 Aug 2025 থেকে শুরু হয়েছিল আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমাদের আজ শেষতম পরীক্ষা – আজকের SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৫ । আশা করি, আমাদের এই ১৫টি মক টেস্ট পরীক্ষার্থীদের নানাভাবে সাহায্য করেছে। আমরা মোট ৯০০ প্রশ্ন পরীক্ষার্থীদের জন্য উপস্থাপন করেছি।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৫

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST-SP

slst বাংলা স্পেশ্যাল মক টেস্ট ১৫

Paid Mock Test - 15

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 15
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

1. নেপাল দরবারে চর্যাপদের পুঁথিটির নাম ছিল -

2 / 60

2. কোন্‌ সাহিত্যিক বাংলা সাহিত্যে 'পরশুরাম' নামে পরিচিত ?

3 / 60

3. কার লেখা - রাশিয়ার চিঠি ?

4 / 60

4. 'আবহমান' কবিতার কোন স্তবকে নটেগাছের উল্লেখ আছে ?

5 / 60

5. কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ - কত্তাল ?

6 / 60

6. মূর্ধণ্য বর্ণ কোন্‌টি ?

7 / 60

7. কর্মবাচ্যে পরিবর্তন কর -- সাধারণে তা সহজেই বোঝে

8 / 60

8. 'এক বাঁও মেলে না। দো বাঁও মেলে-এ-এ-না' - কোন্‌ রচনার উদ্ধৃতি ?

9 / 60

9. 'বঁধু তোমার গরবে গরবিনী আমি' - পদটির রচয়িতা কে ?

10 / 60

10. কবি ঘনরাম চক্রবর্তী সম্পর্কে কে প্রথম তথ্য প্রকাশ করেন ?

11 / 60

11. বিদ্যাপতিকে 'কবি-কণ্ঠহার' উপাধি কে দিয়েছেন বলে মনে করা হয় ?

12 / 60

12. কোন্‌ শব্দটিতে ধ্বনিলোপ ঘটেছে ?

13 / 60

13. প্রেমেন্দ্র মিত্রের প্রথম ছোটোগল্পের নাম কী ?

14 / 60

14. 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয় ?

15 / 60

15. মানবশিশু কর্তৃক সিংহ শিশু অত্যাচারিত হইতেছে - কর্তৃবাচ্যে পরিবর্তন কর।

কায়স্থ শব্দের ভগ্ন রূপ কায়েত 

16 / 60

16. কোন্‌ বর্গের শব্দ - কায়েত ?

17 / 60

17. 'তণ্বী' কার লেখা গল্পগ্রন্থ ?

18 / 60

18. লঙ্কা জয় করে সিংহল নাম রেখে গেছে -

19 / 60

19. কোন্‌ শ্রেণির সমাসবদ্ধ পদ - লোকলস্কর ?

20 / 60

20. ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয় - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

21 / 60

21. সন্ধিবিচ্ছেদ কর - শিরোধার্য

22 / 60

22. 'মৃচ্ছকটিক' নাটকের কোন্‌ অঙ্কটির নাম সঠিক দেওয়া হয়নি ?

23 / 60

23. তিলোত্তমাসম্ভব কাব্য গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয় ?

24 / 60

24. পথসভা - কোন্‌ শ্রেণির সমাসবদ্ধ পদ ?

25 / 60

25. আমাদের প্রস্তুতি চলতে থাকবে - বাক্যে ক্রিয়ার কাল নির্ণয় কর।

26 / 60

26. কোথায় মোচার মতো পটল জন্মায় ?

27 / 60

27. 'টোপর' - কোন্‌ বর্গের শব্দ ?

28 / 60

28. বিদ্যাসাগর তাঁর 'বিধবাবিবাহ' গ্রন্থ দুটির ইংরেজি অনুবাদ করেন কোন্‌ বছর ?

29 / 60

29. 'সন্ধ্যার ট্রেনে আমাদের ট্র্যাঙ্কগুলি ফিরিয়া আসিল' - ট্র্যাঙ্কগুলি কোন্‌ ঠিকানায় চলে গিয়েছিল ?

30 / 60

30. রচনা অনুসারে রাধারাণী নিজের পরিচয় দিতে গিয়ে নীচের কোন কথাটি বলেনি ?

31 / 60

31. রবীন্দ্রনাথের লেখা শিক্ষা বিষয়ক প্রথম প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

32 / 60

32. অর্থ লেখ - কূপমণ্ডূক

33 / 60

33. 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশটি মূল নাটকের কোন অঙ্ক থেকে নেওয়া ?

34 / 60

34. 'কৃষ্ণকুমারী' নাটকের প্রথম মুদ্রণের ব্যয়ভার কে বহন করেছিলেন ?

35 / 60

35. 'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু' গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে ব্যবহৃত হয়েছে ?

36 / 60

36. 'প্রসাদী সঙ্গীত' হল -

37 / 60

37. 'স্ত্রী' পদটির রূপান্তর করলে কোন পদটি পাওয়া যাবে ?

38 / 60

38. মুই সেলাম করে বললাম - চিহ্নিত পদটি কোন্‌ প্রকারের সর্বনাম পদ ?

39 / 60

39. 'প্রস্তাবঃ ১৯৪০' কবিতাটি কার লেখা ?

40 / 60

40. In cold blood - বলতে কী বোঝায় ?

41 / 60

41. আন্তোশা চেকন্তে কার ছদ্মনাম ?

42 / 60

42. কোন জাতি বনপ্রান্ত থেকে হাড় কুড়িয়ে নিত ?

43 / 60

43. প্রভাবতীর বয়স কত ছিল ?

44 / 60

44. শক্তি চট্টোপাধ্যায় কোন্‌ গ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?

45 / 60

45. উৎস নির্দেশ করুন - 'মায়ের খুব অসুখ। মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে। ফলে ট্রেনে ঘুম হচ্ছে না।'

46 / 60

46. 'নৌকো তৈরি ছিল ওর কাজ' - 'ওর' বলতে কাকে বোঝানো হয়েছে ?

47 / 60

47. ক্ষিতীশ কোন ক্লাবের ট্রেনার ছিল ?

48 / 60

48. নঞর্থক বাক্যে রূপান্তর কর - সর্বনাশ যা হবার হয়েছে।

49 / 60

49. 'অত্যন্ত গভীর জলাশয়ের মতো কী যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না' - উৎস নির্দেশ কর।

50 / 60

50. এত কাছ থেকে কখনো দেখেনি তপন' - কী না দেখার কথা বলা হয়েছে ?

51 / 60

51. সুয়েজ ক্যানাল ভূমধ্যসাগরে যে শহরের কাছে পড়েছে -

52 / 60

52. 'নির্বাক জীবন' - কার লেখা একটি প্রবন্ধ ?

53 / 60

53. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে সর্বাধিক ব্যবহৃত রাগের নাম কী ?

54 / 60

54. 'এখন আমার ------- খেলা'। কবি ব্যবহৃত শব্দটি হল -

55 / 60

55. কোন্‌ শ্রেণির শব্দ - কুশল ?

56 / 60

56. পরি - ব্রজ্‌ + অক = ? শূন্যস্থানে প্রকৃতি প্রত্যয় জাত শব্দটি কী হবে ?

57 / 60

57. রাবণের যুদ্ধসজ্জার বর্ণণায় নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?

58 / 60

58. কোন্‌ প্রকার বাচ্যের উদাহরণ - জরুরি অধিবেশন আহূত হইল।

59 / 60

59. সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত 'আরোগ্য নিকেতন' উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছে ?

60 / 60

60. তৃষ্ণায় আকুল বঙ্গ করিত রোদন - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

Your score is

0%

There are no results yet.

পূর্বের মক টেস্ট লিংক পেতে ক্লিক করুন।