IX-X PAID

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৪

গত 17 Aug 2025 থেকে শুরু হয়েছে আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমাদের আজকের SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৪ । আগামী ০৪-০৯-২০২৫ পর্যন্ত আমরা ক্রমাণ্বয়ে ১৫টি টেস্ট নিয়ে আসব। তবে প্রয়োজনে এই টেস্টের সংখ্যা বাড়ানোও হতে পারে।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১৪

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসব।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST-SP

slst বাংলা স্পেশ্যাল মক টেস্ট ১৪

Paid Mock Test - 14

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 14
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

1. 'সেই তিনিই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন' - বক্তা কে ?

2 / 60

2. প্রকৃতি প্রত্যয় নির্ণয় কর - অনুরক্ত

3 / 60

3. নীচের কোনটি গোবিন্দদাসের লেখা অভিসার পর্যায়ের একটি পদ নয় ?

4 / 60

4. 'কেশবতী কন্যা যেন এসেছে আকাশে' - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

5 / 60

5. 'একলা' - কোন্‌ বর্গের শব্দ ?

6 / 60

6. 'নল-পাক' আসলে কী ?

7 / 60

7. বহুবচন প্রকাশক একটি নির্দেশক হল -

8 / 60

8. 'কাণ্ডারি হুঁশিয়ার' কবিতায় পারাবারের বিশেষণ হিসেবে কোন্‌টি ব্যবহৃত হয়েছে ?

9 / 60

9. জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী ?

10 / 60

10. 'নূতন জীবন' কবিতায় পাখি শব্দের প্রতিশব্দ হিসেবে যেটি পাওয়া যায় তা হল -

11 / 60

11. 'ধীবর বৃত্তান্ত' নাট্যাংশে মোট চরিত্রের সংখ্যা কয়টি ?

12 / 60

12. কোন্‌ বর্গের শব্দ - গাড়ি

13 / 60

13. নীচের কোন জোড়াটি সঠিক নয় ?

14 / 60

14. লেখক ছোটোবেলায় কোনটিকে 'লেখার পাত' হিসেবে ব্যবহার করতেন ?

15 / 60

15. অবিনাশবাবুর পেশা কী ছিল ?

16 / 60

16. ফেউ - শব্দটিতে কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে ?

17 / 60

17. 'ঘোচাও চম্পা, দুস্থ ছদ্মবেশ' - চিহ্নিত পদটির কারক নির্ণয় কর।

18 / 60

18. ছোটোদের উপন্যাস 'ভূত পুরাণ' কার লেখা ?

19 / 60

19. 'টরে টক্কা' কার লেখা ছড়াগ্রন্থ ?

20 / 60

20. সন্ধিবিচ্ছেদ কর - অভ্যাগত

21 / 60

21. কোন্‌ শ্রেণির সমাসবদ্ধ পদ - তুলনামূলক ?

22 / 60

22. কার লেখা - 'গিলোটিনে আলপনা' ?

23 / 60

23. চর্যার পুঁথি প্রথম আবিষ্কৃত হয় কোন্‌ বছর ?

24 / 60

24. ------- + ইমন্‌ = মহিমা - শূন্যস্থানে সঠিক বিকল্প হল

25 / 60

25. চণ্ডীমঙ্গলের কোন কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্যের তীব্র সমালোচনা করেছেন ?

26 / 60

26. কোন্ বর্ণগুলির অপর নাম 'আশ্রয়স্থানভাগী বর্ণ' ?

27 / 60

27. ----- + বদা = প্রিয়ংবদা - পূর্বপদটি হল -

28 / 60

28. 'যুগান্তের কবিকে' কবি দাঁড়াতে বলেছেন -

29 / 60

29. রাবণ ইন্দ্রজিৎকে কী দিয়ে অভিষেক করেছেন ?

30 / 60

30. গ্যেটে - কোন্‌ দেশের সাহিত্যিক ?

31 / 60

31. সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থের সকল রচনা 'দেশ' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ?

32 / 60

32. অজস্র চুলের চুমা ঝরার প্রসঙ্গে কবি কোন গাছের উল্লেখ করেছেন ?

33 / 60

33. কোন্‌ শ্রেণির শব্দ - সমাচার ?

34 / 60

34. অধিকরণ কারকে 'ত' বিভক্তির প্রয়োগ কোন্ উপভাষার লক্ষণ ?

35 / 60

35. অল্পপ্রাণীভবনে কোন্‌ ঘটনাটি ঘটে থাকে ?

36 / 60

36. কোন ধাতুকে ণিজন্ত ধাতু বলা হয় ?

37 / 60

37. লবটুলিয়ার এস্টেটে আমার কাজ রয়েছে - চিহ্নিত শব্দে কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তন ঘটেছে ?

38 / 60

38. শূদ্রক তাঁর নাটকের কোন্‌ অঙ্কে নিজের আত্মপরিচয় দিয়েছেন ?

39 / 60

39. 'এসো, আমরা কুস্তি লড়ি।' - উক্তিটি কার ?

40 / 60

40. রাজশেখর বসুর প্রথম প্রকাশিত রচনাটির নাম কী ?

41 / 60

41. কেউ-কেউ - কোন্‌ ধরনের সর্বনাম ?

42 / 60

42. তরৌণী পুঁথি - কোন্‌ কবির নামের সঙ্গে সম্পর্কযুক্ত ?

43 / 60

43. স্বামীর পারলৌকিক কাজে রাসমণি কত টাকা খরচ করেছিলেন ?

44 / 60

44. কোন্‌ উপন্যাসের চরিত্র - অন্নদাদিদি ?

45 / 60

45. মাইকেল মধুসূদন দত্তের কোন নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটে ?

46 / 60

46. 'তোমার দেশের বিষয়ে অনেক বই পড়েছি আমি, অনেক কিছু জানি।' - কোন্‌ দেশের কথা বলা হয়েছে ?

47 / 60

47. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাস ভণিতা কতবার ব্যবহৃত হয়েছে ?

48 / 60

48. কোন্‌ প্রকার সমাসের উদাহরণ - 'গুরুদেব' ?

49 / 60

49. গিরিশচন্দ্র ঘোষ তাঁর কোন নাটকটি বিদ্যাসাগরকে উৎসর্গ করেন ?

50 / 60

50. ভূমধ্যসাগরের সেরা বন্দরটি হল -

51 / 60

51. On the Origin of Hindu Festivals, A Popular Literature for Bengal - প্রবন্ধ দুটি কার লেখা ?

52 / 60

52. 'ছেলে ফেল করলে দোষটা মাস্টারমশায়েরও।' - কোন্‌ পাঠ্যের উক্তি ?

53 / 60

53. ভারতচন্দ্রের কোন রচনাটি কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেন ?

54 / 60

54. কোন বছর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান ?

55 / 60

55. ব্যাসবাক্য কর - রসজ্ঞ

56 / 60

56. অরিন্দম বসুর উচ্চতা কত ?

57 / 60

57. কার লেখা গ্রন্থ - শব্দতত্ত্ব ?

58 / 60

58. 'কুড়ুল' শব্দে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে ?

59 / 60

59. 'মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে।' - কোন্‌ রচনার উদ্ধৃতি ?

60 / 60

60. কোন্‌টি 'তিনসঙ্গী'র প্রথম গল্প ?

Your score is

0%

There are no results yet.

পূর্বের মক টেস্ট লিংক পেতে ক্লিক করুন।