IX-X PAID

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১০

গত 17 Aug 2025 থেকে শুরু হয়েছে আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমাদের আজকের SLST স্পেশ্যাল মক টেস্ট – ১০ । আগামী ০৪-০৯-২০২৫ পর্যন্ত আমরা ক্রমাণ্বয়ে ১৫টি টেস্ট নিয়ে আসব। তবে প্রয়োজনে এই টেস্টের সংখ্যা বাড়ানোও হতে পারে।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১০

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসব।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST-SP

slst বাংলা স্পেশ্যাল মক টেস্ট ১০

Paid Mock Test - 10

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 10
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

1. 'ধূলিধূসর' কার গল্পগ্রন্থের নাম ?

2 / 60

2. কোনটি একটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ ?

3 / 60

3. আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

4 / 60

4. 'আকাশের শত তারা ঢালে --------' - শূন্যস্থান পূরণ কর।

5 / 60

5. এঁদের মধ্যে কে অস্টাদশ শতকের কবি ?

6 / 60

6. একটি ফারসি উপসর্গ হল -

7 / 60

7. কোন্‌টি ভিন্ন প্রকৃতির সন্ধিবদ্ধ শব্দ ?

8 / 60

8. সর্বপ্রথম রবীন্দ্র পুরস্কার পান কোন্‌ সাহিত্যিক ?

9 / 60

9. 'সহজপাঠ' গ্রন্থের চিত্রগুলি কে এঁকেছেন ?

10 / 60

10. বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণের সংখ্যা কতগুলি ?

11 / 60

11. 'অসুখী একজন' কবিতায় কবি পাথরের সঙ্গে কীসের তুলনা করেছেন ?

12 / 60

12. 'কর্ভাস' রচনাটির প্রকাশকাল হল -

13 / 60

13. শরীরচর্চায় দেহ সুগঠিত হয় - চিহ্নিত পদটি কোন্‌ প্রকার কারক ?

14 / 60

14. কোন্‌ কাব্যের চরিত্র - ময়নামতী ?

15 / 60

15. শচীন ও লবঙ্গ - কোন উপন্যাসের চরিত্র ?

16 / 60

16. কার লেখা কাব্য - 'একবার বিদায় দে মা' ?

17 / 60

17. 'অদল বদল' গল্পের শুরুতেই কোন্‌ গাছের উল্লেখ আছে ?

18 / 60

18. তীর্থবাবু কীসের রোগে আক্রান্ত ছিল ?

19 / 60

19. হীরুকে লেখা চিঠিতে চন্দ্রনাথ কোন সম্বোধনটি কেটেছিল ?

20 / 60

20. পদান্তর করুন - 'মূর্ধন্য'

21 / 60

21. হিটলারের পরেই যার স্থান বলে উল্লেখ করা হয়েছে –

22 / 60

22. 'আমাদের বাঁয়ে -------' - শূন্যস্থান পূরণ কর।

23 / 60

23. উমাচরণ মাষ্টার কীভাবে বড়ো শিক্ষকের কাজ করেছেন?

24 / 60

24. কোনটি শেক্সপীয়রের লেখা একটি কমেডি ?

25 / 60

25. মানসী দ্বিজেন্দ্রলাল রায়ের কোন্‌ নাটকের চরিত্র ?

26 / 60

26. 'চাণক্য' শব্দটির প্রকৃতি-প্রত্যয় নির্ণয় কর।

27 / 60

27. ছোটোবেলায় লেখকেরা কী দিয়ে কলম তৈরি করতেন ?

28 / 60

28. 'বাগীশ্বরী' শব্দে কোন্‌ দুটি বর্ণের মিলন ঘটেছে ?

29 / 60

29. গোবর্ধন কোন্‌ বারে টাকা ধার দিয়েছিল ?

30 / 60

30. 'হায় ! পুত্র, কি আর কহিব' - বক্তা কে ?

31 / 60

31. রামকৃষ্ণ সংঘে কে 'মাদার' নামে পরিচিত ?

32 / 60

32. লেখক ডোভার থেকে লন্ডন কীভাবে যান ?

33 / 60

33. 'সংসারে দুঃখেই তো আসল জিনিস রায়কাকা' - বক্তা কে ?

34 / 60

34. কোন নাট্যকার রামতারণ সান্যাল ছদ্মনাম ব্যবহার করেছিলেন ?

35 / 60

35. 'হাতেম তাই', 'জঙ্গে বদর', 'খয়রল হাসার' - পাঠ্য রচনা অনুসারে এগুলি আসলে কী ?

36 / 60

36. চর্যাপদে সর্বাধিক ব্যবহৃত রাগের নাম কী ?

37 / 60

37. সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে পদটি গঠিত হয় তাকে বলে -

38 / 60

38. 'সাধের আসন' কাব্যটিতে কতগুলি সর্গ আছে ?

39 / 60

39. জীবনানন্দ দাশের 'ধূসর 'পান্ডুলিপি' কাব্যের কবিতাগুলি কোন সময়কালের মধ্যে লেখা ?

40 / 60

40. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পটভূমিতে লেখা মহাশ্বেতা দেবীর উপন্যাসের নাম কী ?

41 / 60

41. কোন্‌ শ্রেণির সমাসবদ্ধ পদ - দম্পতি ?

42 / 60

42. বৈষ্ণব পদকর্তা গোবিন্দদাস কার অনুরোধে 'সঙ্গীতমাধব' রচনা করেন ?

43 / 60

43. গিরিশ কার্নাডের 'তুঘলক' রচনার অনুবাদ কে করেছেন ?

44 / 60

44. রাহুল সাংকৃত্যায়ন কৃত চর্যাপদের হিন্দি অনুবাদের নাম কী ?

45 / 60

45. ব্যতিক্রমী চরিত্রটি নির্বাচন করুন -

46 / 60

46. 'এখনও শীত বোধ হয় না' - কোন উচ্চতায় লেখিকার এই অনুভূতি হয়েছে ?

47 / 60

47. √দুহ্‌ + তৃচ্‌ = ?
সঠিক বিকল্প নির্বাচন কর।

48 / 60

48. সঠিক বানানটি নির্দেশ কর।

49 / 60

49. কোন্‌টি ওষ্ঠ্য স্বরধ্বনির উদাহরণ ?

50 / 60

50. জগদীশচন্দ্র বসু কোন বছর ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ?

51 / 60

51. 'তুমি সংগ্রহ করছিলে' - এখানে কী সংগ্রহ করার কথা কবি বলেছেন ?

52 / 60

52. গাদা - শব্দে কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে ?

53 / 60

53. মাইকেল মধুসূদনের 'চতুর্দশ পদাবলী'তে মোট কয়টি সনেট আছে ?

54 / 60

54. রবীন্দ্রনাথের 'পঞ্চভূতের ডায়েরী' - কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয় ?

55 / 60

55. কোন্‌ গ্রন্থটি গদ্যে লেখা ?

56 / 60

56. কোন্‌টি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় ?

57 / 60

57. কোন্‌ বর্গের শব্দ - মন্তর ?

58 / 60

58. উপ - আ - দা + য = ? জিজ্ঞাসিত স্থানে সঠিক বিকল্প নির্বাচন কর।

59 / 60

59. কোন্‌ পত্রিকায় রামপ্রসাদ সেনের 'কৃষ্ণকীর্তন' সর্বপ্রথম প্রকাশিত হয় ?

60 / 60

60. 'একটা বহু প্রাচীন অশ্বত্থবৃক্ষ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়াইয়া আছে' - উৎস নির্দেশ কর।

Your score is

0%

There are no results yet.

পূর্বের মক টেস্ট লিংক পেতে ক্লিক করুন।