FOR MEMBERS

PSC Bengali Mock Test – 38

মক টেস্ট – ৩৮ দেওয়ার জন্য ক্লাসরুমে জানিয়ে দেওয়া পাসওয়ার্ডটি ব্যবহার করুন।

PSC Bengali Mock Test বিবরণ

এই ওয়েবসাইটে মেম্বারদের জন্য পরীক্ষাগুলি আমাদের সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আজকের মক টেস্টটি PSC Bengali syllabus ভিত্তিক নির্দিষ্ট বিষয় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। আগের পরীক্ষাটি সাহিত্যের ইতিহাস থেকে নেওয়া হয়েছিল। এই PSC Bengali Mock Test – 38 আরণ্যক উপন্যাস কেন্দ্রিক।

বলা বাহুল্য, SLST বা PSC পরীক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি প্রয়োজন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা যাচাই করেও দেখা প্রয়োজন। আমাদের ওয়েবসাইটে এই অনলাইন মক টেস্টগুলি সেই উদ্দেশ্যেই তৈরি। আমরা একটি নির্দিষ্ট রুটিন অনুসারে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা তথা প্রস্তুতি নিয়ে চলেছি।

আমাদের ওয়েবসাইটে অনেক মক টেস্ট আছে যা সকলের জন্য উন্মুক্ত। আপনি সেই মক টেস্ট দিতে চাইলে এখানে ক্লিক করুন।

নির্দেশিকা

>> লিংকটি ওপেন করুন।
>> প্রদত্ত পাসওয়ার্ড দিন।
>> ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।
>> ইমেলে প্রশ্ন পেতে চাইলে আপনার ইমেল ঠিকানা লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে। 1টি পেজে 10 টি প্রশ্ন পাবেন। মোট 3 টি পেজে 30 টি প্রশ্ন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> 90% পেলে আপনি পাশ করতে পারবেন।
>> আপনার ইমেল চেক করুন। প্রশ্ন ও রেজাল্ট পেয়ে যাবেন।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সিলেবাসের আরণ্যক উপন্যাস।

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৩০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA
aranyak psc bengali

PSC Bengali - 38

PSC Class 2025 সদস্যদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 38
Full Marks - 30
Pass Mark - 27 (90%)

Please Enter the provided Password

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 30

Category: পাঠ্যপুস্তক

1. টাক্‌লামাকান মরুভূমি ও পর্যটক সোয়েন হেডিনের কথা পাওয়া যায় যে পরিচ্ছেদে -

2 / 30

Category: পাঠ্যপুস্তক

2. কোন তথ্যটি সঠিক -

3 / 30

Category: পাঠ্যপুস্তক

3. 'দুধিয়া' কী ?

4 / 30

Category: পাঠ্যপুস্তক

4. সত্যচরণ প্রথম বন্য হরিণ দেখেছিল যেখানে -

5 / 30

Category: পাঠ্যপুস্তক

5. হো হো নাচ দেখানোর জন্য দক্ষিণা কত ছিল -

6 / 30

Category: পাঠ্যপুস্তক

6. ছোট ছোট কাশের কুটিরকে স্থানীয় ভাষায় বলে -

7 / 30

Category: পাঠ্যপুস্তক

7. জীনপরীর গল্প কে শুনিয়েছিল ?

8 / 30

Category: পাঠ্যপুস্তক

8. "চওড়া কপাল, উঁচু নাক, রঙ কালো---মুখশ্রী সরল, শান্ত চোখের দৃষ্টি" - কার সম্পর্কে এমন বর্ণনা দিয়েছেন লেখক ?

9 / 30

Category: পাঠ্যপুস্তক

9. রাজু পাঁড়ে ও সত্যচরণ যে গাছের তলায় চা খেয়েছিল -

10 / 30

Category: পাঠ্যপুস্তক

10. দুধলি ফুল কোন সময় ফোটে -

11 / 30

Category: পাঠ্যপুস্তক

11. মোকদ্দমার নিস্পত্তিতে পূর্ণিয়া যাত্রায় সত্যচরণের সঙ্গী ছিল -

12 / 30

Category: পাঠ্যপুস্তক

12. কাছারির মুহুরির নাম হল -

13 / 30

Category: পাঠ্যপুস্তক

13. নকছেদী ভকতের দ্বিতীয়া পত্নীর নাম -

14 / 30

Category: পাঠ্যপুস্তক

14. 'রাজা লিজিয়ে সেলাম ম্যয় পরদেশিঁয়া' - গানটি কোন্‌ পরিচ্ছেদে পাওয়া যায় ?

15 / 30

Category: পাঠ্যপুস্তক

15. সত্যচরণের বন্ধু সতীশের পেশা ছিল -

16 / 30

Category: পাঠ্যপুস্তক

16. রাত্রিতে কাছারির প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে সত্যচরণের যে চিত্রকরের কথা মনে পড়েছে -

17 / 30

Category: পাঠ্যপুস্তক

17. 'উনুই' কী ?

18 / 30

Category: পাঠ্যপুস্তক

18. কণ্টু মিশ্র কোথাকার বাসিন্দা ছিলেন ?

19 / 30

Category: পাঠ্যপুস্তক

19. ছট্‌ পরব কোন মাসে হয়  ?

20 / 30

Category: পাঠ্যপুস্তক

20. 'আরণ্যক' উপন্যাসে মালকোষ রাগটির উল্লেখ পাওয়া যায় যে পরিচ্ছেদে -

21 / 30

Category: পাঠ্যপুস্তক

21. রাজু পাঁড়েকে চিকিৎসকের ভূমিকায় প্রথম দেখা যায় -

22 / 30

Category: পাঠ্যপুস্তক

22. কাছারি থেকে লবটুলিয়ার দূরত্ব কত ?

23 / 30

Category: পাঠ্যপুস্তক

23. জমৈতি নাচ শেখাবার ওস্তাদ কাকে বলা হয়েছে -

24 / 30

Category: পাঠ্যপুস্তক

24. রাজু পাঁড়ের সন্তান সংখ্যা কয়টি ?

25 / 30

Category: পাঠ্যপুস্তক

25. কার সম্পর্কে 'পাথরের কৃষ্ণঠাকুর' কথাটি ব্যবহৃত হয়েছে ?

26 / 30

Category: পাঠ্যপুস্তক

26. বুনো তেউড়ির ফুলের কথা কার মুখে প্রথম শোনা যায় -

27 / 30

Category: পাঠ্যপুস্তক

27. গুড়মী ফল কোন মাসে ফলে ?

28 / 30

Category: পাঠ্যপুস্তক

28. ছক্করবাজি নাচের ওস্তাদ কে -

29 / 30

Category: পাঠ্যপুস্তক

29. মৈষন্ডী মেলার ইজাদারারের নাম কী ?

30 / 30

Category: পাঠ্যপুস্তক

30. 'ও হ'ল আড়ন' - 'আড়ন' বলতে বোঝায় -

Your score is

0%

There are no results yet.