FOR MEMBERS

PSC Bengali Mock Test – 15

আপনি যদি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস পরীক্ষার পরীক্ষার্থী এবং আমাদের পিএসসি ক্লাস ২০২৫ এর সদস্য বা সদস্যা হয়ে থাকেন তাহলে এই মক টেস্ট অবশ্যই আপনার জন্য। আমরা পরীক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন অথেন্টিক তথ্য পরিবেশনের পাশাপাশি তাদের প্রস্তুতি যাচাইয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি মক টেস্ট গ্রহণ করেছি। আজকের PSC Bengali Mock Test – 15 আরও একটি প্রস্তুতি পরিমাপক মক টেস্ট হতে চলেছে।

শুধু পড়লেই হবে না, সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা দেখে নেওয়া আবশ্যক। এক্ষেত্রে আমাদের এই অনলাইন মক টেস্ট খুবই কার্যকরী। আমরা রুটিন অনুসারে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নিয়ে চলেছি। আমাদের আজকের পরীক্ষার বিষয় বৈষ্ণব পদ।

মনে রাখুন, এইপরীক্ষাটি দেওয়ার জন্য আপনার একটি Password প্রয়োজন হবে যা আমাদের PSC Class 2025 এর সদস্য সদস্যাদের সঙ্গে Share করা হয়েছে।

PSC Bengali Mock Test বিবরণ

আমাদের আজকের স্পেশ্যাল এই পরীক্ষাটি PSC নির্ধারিত সিলেবাসের বৈষ্ণব পদাবলী অংশ থেকে তৈরি করা হয়েছে। পিএসসি পরীক্ষায় বৈষ্ণব পদাবলী থেকে যেমন পদকর্তা-কেন্দ্রিক প্রশ্ন হয়, তেমনি তাঁদের রচিত পদ থেকেও নানা প্রশ্ন আসে। তাই প্রতিটি পদ নিখুঁতভাবে তৈরি করা আবশ্যক। আমাদের এই মক টেস্টটি সম্পূর্ণ বৈষ্ণব পদ সম্পর্কিত। বলা বাহুল্য, এই মক টেস্ট থেকে পরীক্ষার্থীর প্রস্তুতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আমরা ক্লাসের সকল সদস্য সদস্যার উত্তরগুলি বিশ্লেষণ করে তাদের প্রস্তুতির উন্নতি বা অবনতি পর্যবেক্ষণ করব। তাই আজকের এই PSC Bengali Mock Test – 15 আপনার প্রস্তুতিকে নিখুঁত করার জন্য অনেকখানি সহায়ক হবে। মক টেস্ট দেওয়ার আগে আমাদের নির্দেশিকা অংশটি পড়ে নেওয়ার অনুরোধ করি।

নির্দেশিকা

>> আপনি যদি আমাদের মক টেস্ট কীভাবে দেবেন বুঝতে না পারেন তাহলে আমাদের নির্দেশিকা অংশটি পড়ুন।
>> ক্লাসরুমে জানানো পাসওয়ার্ডটি দিন এবং ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি 10টি প্রশ্ন পাবেন। মোট 3টি পেজে 30টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 90% পেলে আপনি পাশ করতে পারবেন।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সিলেবাসের বৈষ্ণব পদাবলী (পদ)

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৩০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


baishnab padabali mock test

PSC Bengali - 15

PSC Class 2025 সদস্যদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 15
Full Marks - 30
Pass Mark - 27 (90%)

Please Enter the provided Password

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।

1 / 30

Category: সাহিত্যের ইতিহাস

1. 'এ সখি হামারি দুখের নাহি ওর' পদে কয়টি পাখির উল্লেখ আছে ?

2 / 30

Category: সাহিত্যের ইতিহাস

2. 'গোকুলে উছলল করুণাক রোল' - কোন্‌ পর্যায়ের পদ ?

3 / 30

Category: সাহিত্যের ইতিহাস

3. 'কুলিশ শত শত পাত-মোদিত / ময়ূর নাচত মাতিয়া' - 'কুলিশ' শব্দের অর্থ কী ?

4 / 30

Category: সাহিত্যের ইতিহাস

4. 'অন্যের আছয়ে অনেক জনা / আমার কেবল তুমি' - পদকর্তা ও পর্যায় বেছে নাও।

5 / 30

Category: সাহিত্যের ইতিহাস

5. '--------- সহচরী সঙ্গহি নেল' - এখানে কত সংখ্যার উল্লেখ আছে ?

6 / 30

Category: সাহিত্যের ইতিহাস

6. 'কর-কঙ্কণ-পণ                    ফণিমুখ-বন্ধন
শিখই ভুজগ-গুরু-পাশে'  - রচয়িতার নাম কী ?

7 / 30

Category: সাহিত্যের ইতিহাস

7. '--------- জল করে ঝলমল / তাহে কি পরাণ রয়' - শূন্যস্থান পূরণ কর।

8 / 30

Category: সাহিত্যের ইতিহাস

8. 'সজনি, জানলুঁ বিহি মোহে বাম' - কার লেখা পদের অংশ ছত্র ?

9 / 30

Category: সাহিত্যের ইতিহাস

9. 'ঝলকত যামিনী দশ দিশ আপি' - 'আপি' শব্দের অর্থ কী ?

10 / 30

Category: সাহিত্যের ইতিহাস

10. বিদ্যাপতির নির্দেশে রচিত হয়েছে এমন একটি গ্রন্থের নাম -

11 / 30

Category: সাহিত্যের ইতিহাস

11. 'প্রেমক লাগি উপেখবি  --------- ' - শূন্যস্থানে সঠিক বিকল্প বেছে নাও।

12 / 30

Category: সাহিত্যের ইতিহাস

12. '--------- আদেশে কহে চণ্ডীদাসে।' - শূন্যস্থান পূরণ কর।

13 / 30

Category: সাহিত্যের ইতিহাস

13. 'পরাণ হইতে                 শত শত গুণে
প্রিয়তম করি মানি। - পদকর্তার নাম কী ?

14 / 30

Category: সাহিত্যের ইতিহাস

14. 'জয়দেব বসন্ত, বিদ্যাপতি বর্ষা' - কথাটি কার ?

15 / 30

Category: সাহিত্যের ইতিহাস

15. 'হেরইতে উচকই লোচন-তার' - 'উচকই' শব্দের অর্থ কী ?

16 / 30

Category: সাহিত্যের ইতিহাস

16. 'রাধার কি হইল অন্তরে ব্যথা' শীর্ষক পদটির সঙ্গে কবির কোন্‌ ভণিতাটি প্রযুক্ত হয় ?

17 / 30

Category: সাহিত্যের ইতিহাস

17. 'বঁধু তোমার গরবে গরবিনী আমি' - পদটির পর্যায় কী ?

18 / 30

Category: সাহিত্যের ইতিহাস

18. 'শূন ভেল দশ দিশ শূন ভেল সগরি' - 'সগরি' শব্দের অর্থ কী ?

19 / 30

Category: সাহিত্যের ইতিহাস

19. শীতল বলিয়া                 ও চাঁদ সেবিনু
---------- কিরণ দেখি।' - শূন্যস্থান পূরণ কর।

20 / 30

Category: সাহিত্যের ইতিহাস

20. বিদ্যাপতির লেখা প্রার্থনা পর্যায়ের পদটি নির্বাচন কর -

21 / 30

Category: সাহিত্যের ইতিহাস

21. 'গণইতে দোষ গুণ-লেশ না পাওবি / যব তুহু করবি বিচার' - কোন্‌ পর্যায়ের পদ ?

22 / 30

Category: সাহিত্যের ইতিহাস

22. পদের সঠিক ছত্রটি বেছে নাও -

23 / 30

Category: সাহিত্যের ইতিহাস

23. 'মাধব কি কহব দৈব বিপাক' - পদে কবির ভনিতাটি হল

24 / 30

Category: সাহিত্যের ইতিহাস

24. বিদ্যাপতির লেখা 'মাধব করিঅ সুমুখি সমধানে' শীর্ষক পদটি কোন্‌ পর্যায়ের ?

25 / 30

Category: সাহিত্যের ইতিহাস

25. আধক-আধ আধ দিঠি অঞ্চলে - পদটির পর্যায় কী ?

26 / 30

Category: সাহিত্যের ইতিহাস

26. '--------- যব নিজগুণ ছোড়ব / কি মোর করম অভাগি' - শূন্যস্থান পূরণ কর।

27 / 30

Category: সাহিত্যের ইতিহাস

27. পদে ছত্রের অবস্থান অনুযায়ী সঠিক বিকল্প বেছে নাও -
i) পাখীক পাখ মীনক পানি
ii) হৃদয়ক মৃগমদ গীমক হার
iii) নয়নক অঞ্জন মুখক তাম্বুল
iv) জীবক জীবন হাম ঐছে জানি

28 / 30

Category: সাহিত্যের ইতিহাস

28. 'মনের দুখের কথা মনেতে রহিল' - পরের চরণটি নির্বাচন কর।

29 / 30

Category: সাহিত্যের ইতিহাস

29. 'হসিত বয়ানে                  চাহে মেঘ পানে
কী কহে দুহাত তুলি' - পদের প্রথম চরণটি কী ?

30 / 30

Category: সাহিত্যের ইতিহাস

30. 'পাঁচবাণ অব লাখ বাণ হোউ / মলয় পবন বহু মন্দা' - পদকর্তার নাম কী ?

Your score is

0%

There are no results yet.